ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি-টেন্ডার বাণিজ্যের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, মে ১৬, ২০২৫
রংপুরে বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি-টেন্ডার বাণিজ্যের অভিযোগ  মাহমুদুর রহমান লিওন

রংপুর: জুলাই আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবিরসহ নানা দুর্নীতির অভিযোগ তুলে রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় রংপুরের টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান লিওন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।

লিওন বলেন, দুই মাস আগে রংপুরের ঘাঘট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্যমেলায় হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে ৭ লাখ টাকা চাঁদা নেন জেলা কমিটির সদস্যসচিব আশফাক আহমেদ জামিল। পরে আহ্বায়ক ইমরান আহমেদের মাধ্যমে ঈদের আগে কমিটির অনেক সদস্য সেই টাকা ভাগাভাগি করে নেন।

এ ছাড়া রংপুর সিটি কর্পোরেশনে নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা নেন তারা। পীরগাছায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কাজ আটকে দেয় জেলা কমিটির আরেক সদস্য রওশন জামিল। আশ্রয়ণ প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নিতে না পারায় জেলা কমিটির নেতাদের নির্দেশে তিনি এই কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন লিওন।

জেলা কমিটির নেতাদের দুর্নীতি নিয়ে এর আগে বারবার প্রতিবাদ করায় তাকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বহিষ্কারের ভয় দেখানো হয়েছে। একজন আদর্শনিষ্ঠ আন্দোলনকর্মী হিসেবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকবেন না জানিয়ে কমিটির পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। পদত্যাগ করা জেলা কমিটির সদস্য লিওন সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত বাইরে সরবরাহ করায় নানা বিবাদ শুরু হয়েছে। আজকে মেসেঞ্জার গ্রুপে আমাদের কথোপকথনের স্ক্রিনশট অন্যদের পাঠানোর প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন।  

ঈদের আগে কমিটির সদস্যদের টাকা ভাগাভাগির অভিযোগ নিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের অভিযোগ করে থাকলে তা মিথ্যা।

অপর দিকে রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।