ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৭ ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে নিয়মিত মামলায় চার, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় দুই ও সিআর মামলায় একজন আসামি রয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নামপরিচয় জানা যায়নি।

মেহেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. রাফিউল আলমের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গ্রেফতার অভিযানে অংশ নেয়।

থানা সূত্রগুলো বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।