ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
কাকরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ লিমন (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কলেজ রোডে। তার বাবার নাম মৃত মজিবুর রহমান। দুই ভাই এক বোনের মধ্যে মেঝ ছিলেন লিমন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম জানান, মধ্যরাতে কাকরাইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলচালক। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত লিমনের বড় ভাই মো. কাজল জানান, তারা নারায়ণগঞ্জে থাকেন। এলাকাতে ব্যাটারি-আইপিএসের ব্যবসা রয়েছে লিমনের। এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে ঢাকায় আসেন। অনুষ্ঠান শেষে মধ্যরাতে আবার বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনা খবর শুনে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।