ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ট্রাকচাপায় আব্দুল বারী (৬০) নামে ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।  

রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল একই উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, দুপুরে মালবোঝাই একটি ট্রাক বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে ফ্লাইওভারের নিচ থেকে অটোভ্যান মহাসড়কে ওঠার সময় ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল নিহত হন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাকটি জব্দসহ চালক আব্দুস সালামকে (৩০) আটক করা হয়। তিনি জেলার পাথরঘাটা উপজেলার কাঁচছিড়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে বলে জানা গেছে। আব্দুলের মরদেহ হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।