ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে আগুন: ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বঙ্গবাজারে আগুন: ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত ছবি: বাংলানিউজ

ঢাকা: থামছেই না বঙ্গবাজারে আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে।

আগুন নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে, নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিনজন কর্মী।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নিজেদের একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর। তবে আরও দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম বলেন, আমাদের এখন পর্যন্ত একজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর এসেছে। তার নাম সঞ্জয়। আহত ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে, সরেজমিনে অন্তত আরও দুইজন ফায়ার ফাইটারকে চিকিৎসার জন্য পাশের সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি-তিন বাহিনী
তিন ঘণ্টা পরেও জ্বলছে আগুন

থামছেই না আগুন, ডাকা হয়েছে ঢাকার সব ইউনিট

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আরও ৪ মার্কেটে

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনী

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।