ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অ্যাপ্রোন পরে ডাক্তার সেজে চুরি, গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
অ্যাপ্রোন পরে ডাক্তার সেজে চুরি, গ্রেপ্তার ৬

ঢাকা: চিকিৎসকের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে সুকৌশলে রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন বাসায় ঢুকে চুরি করতেন এক দল চোর। সেই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানাননি তিনি।  

ডিসি আহাদ বলেন, ডাক্তার সেজে বিভিন্ন বাসায় ঢুকে চুরি করা চক্রের প্রধান আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি করা ১০টি মোবাইল ফোন ও ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:০১২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।