ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
গাংনীতে পুকুরের পানিতে ডুবে  শিশুর মৃত্যু

মেহেরপুর: গাংনীতে তিনজন এক সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ফাহিম হোসেন (৮)নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে একই পাড়ার দামুসের বীলের মধ্যে আশরাফ আলীর পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের উত্তরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে। অপর দুই শিশু হলো- একই পাড়ার শরিফুল ইসলামের ছেলে তামিম ও আলাউদ্দীনের ছেলে রুহুল আমিন।

শিশু তামিমের পিতা শরিফুল ইসলাম বলেন, আমার ছেলে নয়নের সঙ্গে প্রতিদিনই এই শিশুটি খেলা করে। আমাদের বাড়িতে দুপুর পর্যন্ত থাকে সে। পরে কয়েক জন শিশু এক সঙ্গে গোসল করে ও মাছ ধরে। আজকে তারা তিন জনই গোসল করতে গিয়েছিল। এ সময় পানির নিচে চলে যায় ফাহিম। নয়ন ও অপরজন ফিরে আসলেও পানির নিচে চলে যায় ফাহিম। ঘণ্টা খানেক পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করেন। পুকুরের মধ্যে থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার আশাদুল ইসলামের কাছে ও পরে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।