ঢাকা: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ছয় হাজার ২২৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৬ জুন পর্যন্ত।
মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৯৭ জন এবং সাধারণ ক্যাডার পদসমূহের ৫ হাজার ৩২৬ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রকাশ করা হয়েছে।
ঢাকার শেরে বাংলা নগরের আওতাধীন আগারগাঁওয়ে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন নিয়োগ দেওয়া হবে। এতে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। ২০২৩ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমআইএইচ/এমজেএফ