ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাট সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
চুনারুঘাট সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দুদকের অভিযান

হবিগঞ্জ: দলিল সম্পাদন ও নকল উত্তোলনে ঘুষ দাবিসহ সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানির অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তখন সাবরেজিস্ট্রার খালেদা বেগম এখানে সদ্য যোগদান করেছেন জানিয়ে দুদক কর্মকর্তাদের চাওয়া অনুযায়ী তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।

সহকারী পরিচালক সাইফুর রহমান জানান, দুদকের হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে চুনারুঘাট উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন ও নকল উত্তোলনে ঘুষ দাবিসহ সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানির অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী তিনদিনের মধ্যে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমরা দুর্নীতির প্রমাণ পেয়েছি কি না তা এখনই বলা যাচ্ছে না।

এ ব্যাপারে সাবরেজিস্ট্রার খালেদা বেগম বলেন, আমি চলতি সপ্তাহে চুনারুঘাটে এসে চার কর্মদিবস দায়িত্ব পালন করেছি। অভিযানে তথ্য-উপাত্ত দিয়ে দুদককে সহযোগিতা করেছি। আমার দপ্তরের কেউ অনিয়ম করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।