ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
জামালপুরে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে নিহত এক

জামালপুর: জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় বিরোধপূর্ণ জমিতে লাগানো গাছের ডালকাটা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোকন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রোকনের বাবা আব্দুর রহমান।

 

এর আগে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানায়, রোকনের বাবার সঙ্গে প্রতিবেশী লোকমান হোসেন ও তার ছেলে লিপন, শিপনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে গাছের ডালকাটা নিয়ে বিকেলে প্রতিপক্ষের লোকজন দেশি  অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রোকন ও তার বাবা আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এতে পিতাপুত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে রোকন মারা যান।

নিহত রোকনের লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। সেখানে ময়নাতদন্ত হবে।

নরুন্দী তদন্ত ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।