ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১, ২০২৩
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় মোটর চুরি যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

সোমবার (০১ মে) সকালে কুষ্টিয়ার সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশিদুল ইসলাম উক্ত এলাকার খবির মণ্ডলের ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম বাড়িতে টিউবওয়েলের সঙ্গে পানি উঠানোর জন্য মোটর বসান। গত রাতে ওই মোটরটি চুরি হওয়ায় বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা মসলা বাটার পাটার শীল দিয়ে রাশিদুলকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।