ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভূমি অফিসে দালালি করতে গিয়ে যুবক আটক, ৭ দিনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
পঞ্চগড়ে ভূমি অফিসে দালালি করতে গিয়ে যুবক আটক, ৭ দিনের জেল

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় ভূমি অফিসে দালালি করতে গিয়ে সফিকুল ইসলাম (৩২) নামে এক দালালকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।

রোববার (১৪ মে) সকাল ১১টার সময় পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসে আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

জানা যায়, পঞ্চগড় সদর উপজেলাধীন সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মাসুদুল হক বাংলানিউজকে বলেন, অহেতুক বসে থেকে প্রায় প্রতিদিন কাজ করে দেওয়ার নামে অবৈধ উপায়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায় করতেন বলে অভিযোগ পাওয়া যায় সফিকুল ইসলামের বিরুদ্ধে। পরে রোববার অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম পঞ্চগড় সদরের খালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।