ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে চার হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক-সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ফকিরহাটে চার হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক-সহযোগী আটক

বাগেরহাট: বাগেরহাটে চার হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৪ মে) গভীর রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি মিনারেল ওয়াটার নিয়ে খুলনা যাচ্ছিল।

আটক কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ঝালকাঠি জেলা সদরের মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। চালকের সহযোগী রুবেল হোসেন (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, গোপানে সংবাদের ভিত্তিতে খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারী মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। গাড়ির ভেতর তল্লাশি করে চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় চালক ও সহযোগীকে আটক করা হয়।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।