ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চয়ন কবিরাজ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত চয়ন কবিরাজ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার মৃত মকবুল কারিকরের ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও (১৪ জুন) একই এলাকার জুয়েল হাজির বাড়িতে কাজে যান চয়ন। বেলা ১১টার দিকে পানির মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বিকেলে স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।