ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণা, কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণা, কার্যক্রম বন্ধ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হারবাল চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযান চালিয়ে অবৈধ ফুড সাপ্লিমেন্ট ধ্বংসসহ প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

বুধবার (১৪ জুন) বিকেলে পৌর শহরের মহিমাগঞ্জ রোডে কলিকাতা হারবাল নামে ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানটি উচ্ছেদসহ বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানবদেহের জন্য ক্ষতিকারক ফুড সাপ্লিমেন্ট ধ্বংস করা হয়।  

শিকদার কামরুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই কলিকাতা হারবাল নামের প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। কোনো বিশেষজ্ঞ ছাড়াই হারবাল চিকিৎসার নামে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযান চালিয়ে ক্ষতিকর ফুড সাপ্লিমেন্ট ধ্বংসসহ অবৈধ প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ