ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জুন ১৯, ২০২৩
পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  

নেত্রকোনা: পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের আরজু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।

আরজু মিয়া সান্দিকোনা ইউনিয়নের সাত বারুকা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে আরজু মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে তিনি আহত হন। পরে তার পরিবারের সদস্যরা তাকে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।