ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পাটক্ষেতে পড়েছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বগুড়ায় পাটক্ষেতে পড়েছিল নিখোঁজ ব্যক্তির মরদেহ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (৮ জুলাই) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল বাসেদ বগুড়া শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ জুলাই) সকালে শিবগঞ্জ সাবরেজিস্টার অফিসে যান আব্দুল বাসেদ। দুপুরে বাড়িতে ফোন দিয়ে খাবার খেতে আসার কথা বলেন তিনি। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।