ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুলিশের লোগো থেকে বাদ পড়লো নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, এপ্রিল ১১, ২০২৫
পুলিশের লোগো থেকে বাদ পড়লো নৌকা

ঢাকা: বাংলাদেশ পুলিশের মনোগ্রামে কিছুটা ‘সংস্কার’ আনা হয়েছে। এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ ও পাটপাতা।

পাটপাতার ওপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’ শব্দটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।  

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন মনোগ্রাম চূড়ান্ত করা হয়েছে। এটি এরইমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

আরও পড়ুন: পুলিশের ‘নতুন’ মনোগ্রাম মন্ত্রণালয়ে, অপেক্ষা অনুমোদনের

আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন মনোগ্রাম পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন মনোগ্রামের ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সূত্র জানায়, খুব শিগগিরই একযোগে সারা দেশে পুলিশের সব ইউনিটে নতুন মনোগ্রামের ব্যবহার শুরু হবে।

নতুন মনোগ্রামে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবর্তিত এই মনোগ্রামকে আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।