ঢাকা: আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে একটা সতর্কবার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দেশের অনেক জায়গায় বিস্তাব লাভ করতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
৩৬ থেকে ৩৭ দশমিক ০৯ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থার্মোমিটারের পারদ ওঠে গেলে সেই অবস্থাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অফিস।
বর্তমানে দেশের ১১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
ইইউডি/এসআইএস