ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভূমিসেবা আধুনিকায়নে ৩০ শতাংশ বেশি কর আদায় হয়েছে: ভূমিসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মে ৮, ২০২৫
ভূমিসেবা আধুনিকায়নে ৩০ শতাংশ বেশি কর আদায় হয়েছে: ভূমিসচিব ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ

ঢাকা: ভূমিসেবা আধুনিকায়ন হওয়ায় আগের বছরের তুলনায় এবার ৩০ শতাংশ বেশি ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

বৃহস্পতিবার (৮ মে) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

ভূমিসচিব বলেন, ভূমি উন্নয়ন কর দিতে মানুষ ভুলে গেছে। জলমহাল-বালুমহাল নিয়ে প্রায়শই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে‌। ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়-ভূমি ব্যবস্থাপনার বেসিক কাজ। এ দুটি কাজের মধ্যে ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা অনেকটা নিরস একটি কাজ। অর্থাৎ এ কাজে সকলের আগ্রহ থাকে না।

সালেহ আহমেদ বলেন, একটু ভালোভাবে যদি লক্ষ্য করি, প্রত্যেক বিভাগের নানারকম মেলা রয়েছে। কর মেলা, ভ্যাট মেলা, বৃক্ষ মেলা, কৃষি মেলা প্রভৃতি। অথচ, ভূমিখাত দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজস্ব আহরণের ক্ষেত্র। কিন্তু এর কাজগুলো নিশ্চুপ থেকে যায়। সে লক্ষ্যে এবারের ভূমি সপ্তাহে ভূমিসেবার নানা দিকগুলোর সঙ্গে করের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদযাপনের প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন সিনিয়র সচিব। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো. সাইদুর রহমান; অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ) সায়মা ইউনুস; ড. মো. মাহমুদ হাসান অতিরিক্ত সচিব (প্রশাসন); মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ); মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ); মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিবসহ (মাঠ প্রশাসন অনুবিভাগ) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।