ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মে ৮, ২০২৫
আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার বিক্ষোভরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: গভীর রাতে চুপিসারে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজে চলে যাবেন (পদত্যাগ) বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। তখন আবদুল হামিদের দেশত্যাগের জবাব চেয়ে এবং আওয়ামী লীগের বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা। বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।  

এ সময় শিক্ষার্থীরা ‘সব আসামিদের কোনো ঘটনা ঘটলে ধরা হচ্ছে’ প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ঘটনার আগেও ধরা হচ্ছে ঘটনার পরেও ধরা হচ্ছে। আমি তো অস্বীকার করিনি। ঘটনার আগেও ধরা হচ্ছে ঘটনার দুদিন পরেও ধরা হচ্ছে।  

বুধবার (৭ মে) গভীর রাতে চুপিসারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, আমি এটা (আবদুল হামিদের দেশত্যাগ) এখানে আসার পর জানতে পারছি। আমি সঙ্গে সঙ্গেই এটা নিয়ে কথা বলেছি।  

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা এই ঘটনা জড়িত তাদের শুধু অব্যাহতি নয়, তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবো। এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অবস্থাতেই এটা ছাড় দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।