ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুপিসারে হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে কমিটি, এসপি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মে ৮, ২০২৫
চুপিসারে হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে কমিটি,  এসপি প্রত্যাহার

ঢাকা: মধ্যরাতে চুপিসারে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এর আগে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৭ মে) গভীর রাতে চুপিসারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেন। বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

আরও পড়ুন: আবদুল হামিদের দেশত্যাগ: দুই কর্মকর্তা বরখাস্ত, একজন প্রত্যাহার

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।