ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
রায়পুরায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ইমন মিয়া

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় পুকুরের পানিতে ডুবে ইমন মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৭ জুলাই)সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের পীর ফতেহ আলী মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইমন মিয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পীর ফতেহ আলী মাজার এলাকার আরিফ মিয়ার ছেলে। সে সাহেরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ২টায় ইমন কয়েকজন বন্ধুর সঙ্গে রাধানগরে পীর ফতেহ আলী মাজারের উত্তর পাশে হবি মিয়ার পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস টঙ্গীর ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ৬টায় ইমনের মরদেহ উদ্ধার করে।  

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, দুপুরে তিন/চারজন ছেলে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দেখে ইমন নিখোঁজ। পরে তারা স্থানীয়দের জানালে মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি করেও না পেয়ে ডুবুরিকে ফোন দেয়। পরে ডুবুরির দল এসে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। সোমবার রাতে মরদেহ দাফন করা হয়েছে।  

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মীর মাহবুব চৌধুরী বলেন, ইমন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে। এ ঘটনার পর থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে নিহতের চাচা মিন্টু মিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।