ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
খুলনায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ২

খুলনা: খুলনায় সুমন মটরস নামে একটি গ্যারেজে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক সুমন ও মিস্ত্রী হৃদয় দগ্ধ হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে মহানগরের সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালের সূত্রে জানা গেছে, সুমন গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খোলার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রাম ফেটে যায়। শব্দ পেয়ে এলাকার মানুষ এদিক সেদিকে ছোটাছুটি করতে থাকে।

এ সময়ে গ্যারেজের মালিক সুমন এবং তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হয়। বিস্ফোরণে তাদের হাটুর নিচের অংশ দগ্ধ হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দুজন অগ্নিদগ্ধের খবর শুনেছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।