ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে ভাতিজাদের মারধরে প্রাণ গেল চাচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
জমি নিয়ে বিরোধে ভাতিজাদের মারধরে প্রাণ গেল চাচার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচা মমতাজ আলী (৬৭) নিহত হয়েছেন।  

বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ির জমি নিয়ে ভাতিজা নজরুল, তাজুল, তারা, আজাদ, আনারুল ও আমিনুলের সঙ্গে বিরোধ চলে আসছিল মমতাজ আলীর।

বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে যান ভাতিজারা। এতে মমতাজ আলী বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ভাতিজারা মারধর করে চাচা মমকাজ আলীকে। এতে গুরুতর আহত হন বৃদ্ধ মমতাজ। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মমতাজ আলী মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার তাজুল ইসলাম ও মেহেরুন্নেছা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।