ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ২ নম্বরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মো. রিফাতুল হক শাওন বাদী হয়ে মামলা করেন।
মামলার আসামিরা হলেন- তোহা হোসাইন (২২) ও তার স্ত্রী হুর এ জান্নাত (১৯)। তারা দুজনই টিকটকে কনটেন্ট বানান।
বাদী মামলার অভিযোগে জানান, টিকটকার তোহা হোসাইন সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক পেজে টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করে আসছেন। অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই বেশি মুনাফা আয় করা যায়- এ কথা বলে যুবসমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছেন তোহা। তার প্রমোশন করা অনলাইন জুয়ার সাইটে বেশি মুনাফার আশায় বিনিয়োগ করছেন যুব সমাজ ও নানা পেশার মানুষ। তারা অনলাইনে জুয়া খেলে প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, টিকটক আইডি থেকে জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামি হুর এ জান্নাতকে খুঁজছি।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএমআই/এসআই