ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ জনের নামে মামলা

ঢাকা: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে ২৪৩৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নিজ নামে নামজারি করার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, আসামি (১) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (২) শাহ্ মোঃ খসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা এবং (৩) সরদার মোশারফ হোসেন সাবেক সহকারী আইন উপদেষ্টা-১, রাজউক, এর বিরুদ্ধে এই পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিল মূলে ২৪৩৬ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ৭১, গুলশান-২, ঢাকা-১২১২ এর দখল নিয়ে ও পরে নামজারির মাধ্যমে খতিয়ান গ্রহণ করে/গ্রহণে সহযোগিতা করায় দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর অধিনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬,২০২৫
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ