সাভার, (ঢাকা): সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ‘পিআর ক্যাপের’ শাটার ভেঙে একটি লরির ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র এলাকায় বাইপাইলমুখী লেনে এ ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারের পিআর ক্যাপের শাটার খুলে পড়ার সড়কটিতে যান চলাচলে ধীরগতি হয়। কনটেইনারবাহী লরিটি প্রায় সড়কের মাঝামাঝি থাকায় উভয় সড়কেই ধীরগতিতে যান চলাচল করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লরিটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে বলিভদ্র এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে এবং পরবর্তীতে শাটারের পাইপে আঘাত করলে শাটারটির একটি অংশ খুলে গাড়িটির ওপরে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই এলাকায় গার্ডার যেই অংশের ওপর থাকে পিআর ক্যাপ, ঈদের আগে সেটির ঢালাই হয়েছে। শাটার করে ঢালাই দেওয়া হয় এবং পরে সেটি খুলে নেওয়া হয়। যা খুলতে প্রায় দু-দিন সময় লাগে। যদিও এটা খোলার কাজ চলছিল। এটি আজ আংশিক খোলা হয়েছে এবং বাকি অংশ আগামীকাল খোলার কথা ছিল। কিন্তু এর মধ্যে আজ এ ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এএটি