ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি আওয়ামী লীগ।  

রোববার (৩০ জুলাই) সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এ সময় জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার নেতৃত্বে মিছিলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা অগ্নিসন্ত্রাসী ও অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দেসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।