ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ইন্দোনেশিয়াগামী নৌযান থেকে নারী-শিশুসহ ১২৫ জনকে উদ্ধার

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
ইন্দোনেশিয়াগামী নৌযান থেকে নারী-শিশুসহ ১২৫ জনকে উদ্ধার

ঢাকা: গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ একটি নৌযান আটক করেছে।

নারী ও শিশুসহ ১২৫ জনকে নিয়ে নৌযানটি অবৈধভাবে ইন্দোনেশিয়ায় যাচ্ছিল।

সেখান থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে নারী ও শিশুসহ ১২৫ জনকে নিয়ে অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযান আটক করে।

নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান চালায় নৌবাহিনী।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।