ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈগল পরিবহনের বাসে আগুন: বিএনপির ১৫০ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
ঈগল পরিবহনের বাসে আগুন: বিএনপির ১৫০ জনের নামে মামলা

ঢাকা: উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করার অভিযোগে বিএনপির ১০০/১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরা ৯ নম্বর সেক্টরের মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বিপ্লব অধিকারী (৫২) বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৯ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায় এবং পেট্রোল বোমা ছুড়ে বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ৩০ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়। অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার বিপ্লব অধিকারী মামলার বাদী। গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫০৬) বাসের চালক মো. নুর ইসলাম (৩২) এবং হেলপার মো. রিপন হোসেন (২২) বাসটি উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আকাশ প্লাজার সামনে পাকা রাস্তার উপর দাঁড় করিয়ে রাখেন। চালক খাওয়ার জন্য হোটেলে যান। এ সময় হেলপার বাসের গেট লাগিয়ে পাশে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন।

আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে কাউন্টার থেকে বাইরে বের হয়ে কাউন্টার ম্যানেজার দেখতে পান বিএনপি ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর বাসটির জানালা দিয়ে কয়েকটি পেট্রোল বোমা ভেতরে নিক্ষেপ করে। সাথে সাথে বাসের ভেতরে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমার আগুনে বাসের ভেতরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।