ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষখালি নদীতে ঝড়ের কবলে নৌকা উল্টে জেলে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
বিষখালি নদীতে ঝড়ের কবলে নৌকা উল্টে জেলে নিখোঁজ প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): ঝড়ের কবলে পড়ে বিষখালী নদীতে মাছধরার নৌকা উল্টে আবুল হোসেন (৫৪) নামে এক জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  

আবুল হোসেনের বাড়ি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

তার বাবার নাম জিন্নাত আলী।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে আবুল হোসেন মাছ ধরার জন্য পাথরঘাটা-বামনার মধ্যবর্তী মোস্তফা মিয়ার ইটের ভাটার ঘাট থেকে বিষখালী নদীতে মাছ ধরতে যান। অনেকটা সময় পার হলেও তিনি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজার তার নৌকা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার বলেন, এক জেলে নিখোঁজ হয়েছেন বলে খবর পেয়েছি। তাকে উদ্ধারে অভিযানে নেমেছি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।