ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখ ক্ষেতে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আখ ক্ষেতে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল রাজশাহীর বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমিনুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক। শুক্রবার সকালে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় এখনও কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে। তবে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়:১৪২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।