ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে ক্লাস রুমের কাছে বজ্রপাত, ১১ শিক্ষার্থীসহ আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
রাঙ্গাবালীতে ক্লাস রুমের কাছে বজ্রপাত, ১১ শিক্ষার্থীসহ আহত ১২

পটুয়াখালী: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় হালকা বৃষ্টির মধ্যে স্কুলের শ্রেণিকক্ষ ঘেঁষে বজ্রপাত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষক ও ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন দুপুর ২টা পর্যন্ত অচেতন ছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, দুপুর ১২টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। এর একপর্যায়ে ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় এক শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনও পাঁচ শিক্ষার্থীর জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক একজন চিকিৎসক পাঠানো হয়েছে। অচেতন পাঁচজনসহ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।