ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণার ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
‘সরকারের নির্বাচন সংক্রান্ত ঘোষণার ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচনের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাই সরকারের কর্ম-প্রাধিকারের মধ্যে আছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের নির্বাচন সংক্রান্ত এ ঘোষণার ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন ২০ এপ্রিলের মধ্যে নিববন্ধন করার সময় বেঁধে দিয়েছিল, কিন্তু এনসিপি আজ জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিবন্ধন করবে না- এ বিষয়ে সরকারের অবস্থান জানতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কবে হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান, এটা নিয়ে আমাদের ক্যাবিনেটে আজ কোনো আলোচনা হয়নি। আমরা আসলে আপনার মুখ থেকে শুনলাম। কারণ আমরা তো সকাল থেকেই ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম। এটা আমাদের অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় না।  

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে। এনসিপি তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যতয় ঘটার আমি কোনো কারণ দেখছি না।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, জনগণ শব্দ ব্যাপক একটা শব্দ। আসলে আপনি যদি ৮ তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন। ৮ তারিখে সবাই আমরা এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম। ৮ তারিখের পরে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি। এখন সরকারপ্রধান থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। ফলে এটুকুই আমাদের কর্ম-প্রাধিকারের মধ্যে আছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।