ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৭৫ সিসি মোটরসাইকেল পাবে রেজিস্ট্রেশনের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
৩৭৫ সিসি মোটরসাইকেল পাবে রেজিস্ট্রেশনের অনুমতি

ঢাকা: অবশেষে ৩৭৫ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের অনুমতি মিলেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটিএ সংস্থাপন শাখা এ অনুমতি দিয়েছে।

বুধবার (১১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এনবি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।