ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নভেম্বরে আসছে ইইউর এক্সপার্ট মিশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
নভেম্বরে আসছে ইইউর এক্সপার্ট মিশন

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চ পর্যায়ের এক্সপার্ট মিশন বাংলাদেশে আসবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠকে এ কথা জানানো হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্য ড. সেলিম মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

সেলিম মাহমুদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রায় দুই ঘণ্টা অনুষ্ঠিত এই বৈঠকে আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন বাংলাদেশে পাঠাবে বলে বৈঠকে রাষ্ট্রদূতরা জানিয়েছেন।  

এ ছাড়া বৈঠকে তারা নেতাদের কাছে জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের কাজ কী হবে, কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়নমূলক কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নসহ সরকারের নতুন কর্মসূচি কী হবে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।  

আওয়ামী লীগের প্রতিনিধিদল তাদের আগামী নির্বাচনে দলের ইশতেহারে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলো তুলে ধরেছে বলে সূত্রটি জানায়।

এ বিষয়ে জানতে চাইলে সেলিম মাহমুদ বাংলানিউজকে বলেন, কোনো মাধ্যমে একটা বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল যে, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না। কিন্তু বৈঠকে তারা আমাদের জানিয়েছে, নভেম্বরে ইইউর উচ্চপর্যায়ের একটি এক্সপার্ট মিশন পাঠাবে। গত ২০১৮ সালের নির্বাচনে তারা এ ধরনের মিশন পাঠিয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলো কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।