ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক মায়ের কোল থেকে ছিটকে পড়ে লামিয়া আক্তার মাহিম নামে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা-বাবাসহ অটোরিকশার পাঁচজন।

 

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত লামিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নুর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের রাজারহাট থেকে অটোরিকশা যোগে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকার সাতপাট্টি গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নুর হোসেন। পথে শিবরাম এলাকায় এলে কুড়িগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন মাসের লামিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা নিহত শিশুর মা-বাবাসহ আহত পাঁচজনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ