ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসসহ ৪৩ জামায়াতকর্মী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আশুলিয়ায় বাসসহ ৪৩ জামায়াতকর্মী আটক  প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থেকে একটি বাসসহ ৪৩ জন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লা হিল কাফি।

 

এরআগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে আশুলিয়া বাজার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।  

আশুলিয়ার জামায়াতের ৪৩ নেতাকর্মীকে আটকের বিষয়ে এএসপি আব্দুল্লাহিল কাফী বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আমরা তাদের গ্রেপ্তার করছি। আশুলিয়ায় আটকের সংখ্যাটি পরে জানানো হবে। আমিনবাজারে যাদের সন্দেহ হয়েছে, তাদের জিজ্ঞেসাবাদের জন্য কিছু সময় আমাদের হেফাজতে রাখা হচ্ছে। বিষয়টিকে এই মুহূর্তে আমরা আটক বলব না। তারা ঠিকঠাক নাম-পরিচয় না বলায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩ 
এসএফ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।