ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজিবি পাহারায় গাড়ি চলছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
বিজিবি পাহারায় গাড়ি চলছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে

সিরাজগঞ্জ: বিএনপিসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুটে বিজিবি পাহারায় পার হচ্ছে গাড়িগুলো।

এছাড়াও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে র‌্যাব সদস্যরাও।  

রোববার (১৯ নভেম্বর) সকালে মহাসড়ক কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যবাহী পরিবহনের সংখ্যা বাড়তে থাকে। দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নলকা মোড়, মুলিবাড়ী মোড় ও কড্ডার মোড় এলাকায় গিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপভ্যান, অটোরিকশা, ইজিবাইক, শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিও চলাচল করতে দেখা যায়। মাঝে মধ্যে দু-একটি আঞ্চলিক বাস দেখা গেলেও কোনো প্রকার দূরপাল্লার যানবাহন চলতে দেখা যায়নি। এদিকে বিজিবি পাহারায় পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি চলতে দেখা গেছে।  

এদিকে আজও হরতালের প্রভাব চোখে পড়েনি সিরাজগঞ্জ পৌর শহরে। দোকানপাট, অফিস আদালত ছিল খোলা। যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, এ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন চলাচলের সংখ্যা খুব কম। অল্প সংখ্যক আঞ্চলিক বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার চলাচল করছে।  

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে তিন শিফটে ৭২ জন র‌্যাব সদস্য টহল দিচ্ছে।  

সিরাজগঞ্জের দায়িত্বে থাকা বিজিবির সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, জেলার চারটি মহাসড়ক ছাড়াও বিভিন্ন রুটে ৪ প্লাটুন বিজিবি তিন শিফটে দায়িত্ব পালন করছে। বিজিবি সদস্যরা স্কোয়াড দিয়ে যানবাহন পারাপার করছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।