ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

জয়িতা সম্মাননা পেলেন দুর্গাপুরের ৫ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
জয়িতা সম্মাননা পেলেন দুর্গাপুরের ৫ নারী

নেত্রকোনা: বেগম রোকেয়া দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

 

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।  

সফল জননী হিসেবে আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে মুশির্দা আকন্দ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যে সুরভি মান্দা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন গড়ায় নীশা রানী সাহা ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আসমা আক্তারকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।  

বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার।  

অন্যদের মধ্যে আলোচনা করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাকসুদা আক্তার রিমি, প্রাণিসম্পদ কর্মকর্তা শিলা রানী দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব, প্যানেল মেয়র নুরুল আকরাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ