ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৮১০০ কেজি চোরাই চিনি জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
ফেনীতে ৮১০০ কেজি চোরাই চিনি জব্দ, আটক ১

ফেনী: জেলায় ১৬৯ বস্তায় আট হাজার ১০০ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ একজনকে আটক করেছে।

 

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের পাশের হাসানপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে এসব চোরাই চিনি জব্দ করা হয়।  

এ সময় মামুন মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে আরও দুইজন পালিয়ে যান।

ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এ চোরাই পণ্য জব্দ করে। আটক করা চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।  

পুলিশ জানায়, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করা এসব চিনি ভবনটিতে মজুদ করা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, এই ঘরে মাছের খাবার মজুদ রাখা হতো বলে তারা জানতেন। এখানে অবৈধ চিনির ব্যবসা চলতো, তা তারা জানতেন না।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।