ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
ডোমারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় অসহায়, দুস্থ ও গরিব শীতার্তদের মধ্যে সাড়ে ১২ কম্বল বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পৃথক দুটি স্থানে কম্বলগুলো বিতরণ করা হয়।

 

সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া এলাকার দুটি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে পাঁচশত ও ডোমার প্রশিকা হলরুমে সাড়ে ৭০০ কম্বল বিতরণ করা হয়।

ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের কম্বল বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বিপিএএ -এর সভাপতিত্বে নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

এ সময় স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিকার কম্বল বিতরণকালে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।