ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় কুকুর জীবিত উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় কুকুর জীবিত উদ্ধার 

ভোলা: ভোলায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে একটি কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিসের কর্মীরা। কুকুরটি কারও পোষ্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের যোগীরঘোষ সংলগ্ন পৌর কাঁঠালির একটি বাড়ির সেপটিক ট্যাংকে কুকুরটি পড়ে যায়।

পরে রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট কুকুরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।  

ভোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, একটি কুকুর সেপটিক ট্যাংকে পরে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে জীবিত উদ্ধার করা হয় কুকুরটি।  

উদ্ধারের কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল জানিয়ে তিনি বলেন, আমি নিজে ট্যাংকিতে নেমে কুকুরটিকে ওপরে নিয়ে আসি।  

এদিকে কুকুর উদ্ধারের ঘটনায় ভিড় জমায় উৎসুক জনতা। তারা ফায়ার সার্ভিসের এমন মানবিক কাজের প্রশংসা করছেন।  

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।