ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুর কারাগারে পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
চাঁদপুর কারাগারে পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন হয়েছে। বন্দিরা প্রশিক্ষণ নিয়ে যাতে বাইরে গিয়ে আত্মকর্মসংস্থান সুযোগ করে নিতে পারেন - সেই উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা কারাগার পরিদর্শন শেষে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, বন্দিরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাইরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে। তাছাড়া বন্দিদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।

এসব আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ. এস. এম. মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইন সহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।