ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা-ইয়াবাসহ দুই কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা-ইয়াবাসহ দুই কারবারি আটক

বাগেরহাট: বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা, ১৫শ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মাদকসহ এদের আটক করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার মো. ফয়সাল হোসেন (২৩) ও সোহেল রানা (২৬)। কিছুদিন আগে তারা লখপুর এলাকায় বিথি বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক দুই মাদকবিক্রেতা বড় প্যাকেটে রাখা গাঁজা ছোট ছোট প্যাকেট করছিলেন। আটকদের কক্ষ থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অবশিষ্ট একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।