ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে চাচাকে হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বাগেরহাটে চাচাকে হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার

বাগেরহাট: জেলার মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জামিল সরদারকে হত্যার দায়ে ভাতিজা রইচ সরদারকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকাশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান চালিয়ে রইচকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রইচ সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা ইসরাইল সরদারের ছেলে।

নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে সুপারি চুরিকে কেন্দ্র করে বাক বিতণ্ডার জেরে জামিল সরদারকে ছুরিকাঘাতে হত্যা করেন ভাতিজা রইচ সরদার। পরে জামিল সরদারের ভাই দেলোয়ার সরদার বাদী হয়ে রইচ ও তার বাবাসহ তিনজনের নামে মামলা করেন। মামলার অন্য দুই অভিযুক্ত রইচের মা-বাবাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, সুপারি চুরিকে কেন্দ্র করে জামিল সরদার হত্যা মামলার প্রধান অভিযুক্ত রইচকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।