ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোহারে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
দোহারে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ট্রাকের ধাক্কায় আক্কেল আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার হলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কেল আলী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমুড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে আক্কেল আলী সাইকেল চালিয়ে দোহার হলের বাজার সংলগ্ন বেপারী বাড়ির মসজিদের কাছে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক চালক দ্রুত পালিয়ে যান।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।