ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সালথায় ১২ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, মে ১২, ২০২৪
সালথায় ১২ কেজি গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

গ্রেপ্তার তিনজনকে রোববার (১২ মে) দুপুর ২টার দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে মতিউর রহমান মুন্সী (৪৫),  আশিক মুন্সী (৩০) ও একই উপজেলার হাজারীবাগ এলাকার গফুর মোল্যার ছেলে আজগর আলী মোল্যা (৩০)।  

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মোহাম্মদ আব্দুল মতিন।  

তিনি বলেন, গ্রেপ্তার ওই তিন মাদককারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন ধরে সালথায় বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সালথা থানায় একটি মামলা দায়ের শেষে রোববার তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।