ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১২, ২০২৪
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর: নাটোরে পৃথক স্থানে ট্রাকের ধাক্কায় মো. রাফি (২২) ও মো. রিয়াদ হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।  

রোববার (১২ মে) সদর ও নলডাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মো. জনি (১৬) নামে অপর একজন আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

নিহত রিয়াদ হোসেন শহরের রামাইগাছি এলাকার মো. শরিফ হোসেনের ছেলে এবং রাফি জেলার বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত জনি একই এলাকার মন্টু আলীর ছেলে। আটক চালক-হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার দুপুরে বাড়ি থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেলযোগে নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে হরিশপুরের দিকে যাচ্ছিলেন রিয়াদ। এসময় শহরের কান্দিভিটুয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে সজোর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, বিকেলে পৌনে ৫টার দিকে রাফি একটি ধান মাড়াই মেশিন নিয়ে মাধনগর বাজেহালতি গ্রামের একটি ফিডার রোড থেকে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় আত্রাইগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালক হেলপারকে আটক করে পুলিশে খবর দেন।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতক ট্রাকসহ চালক-হেলপারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।